শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নে গত ২৬ শে জুলাই বিকালে কুসুমপুর গ্রামে রেহেনা খাতুন (২৬) নামের এক গৃহবধূকে ফুটন্ত পানি গায়ে ঢেলে মাথাসহ সারা শরীর ঝলসে দিয়েছে তার পাষন্ড স্বামী।
এঘটনায় প্রতিবেশীরা ঐ গৃহবধুকে দ্রুত উদ্ধার করে প্রথমে জীবনগর হাসপাতালে ভর্তি করলে তার শারীরিক অবস্থার অবনতি হলে গৃহবধুর ভাইয়েরা তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক এবং একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে বলে ডাক্তার জানিয়েছেন।
জানা গেছে, মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউপির কুসুমপুর গ্রামের মাঠ পাড়ার ভাজা ব্যবসায়ী সোনা মিযার এক মাত্র পুত্র বহু বিবাহের হোতা আলম (৩০) গত ২৬ জুলাই বিকালে নিজ স্ত্রী রেহেনাকে ফুটন্ত গরম পানি গায়ে ঢেলে মাথাসহ সারা শরীর ঝলসে দিয়ে আত্মগোপন করে। এঘটনায় আহতের পরিবার বাদী হয়ে গত ২-৮-২০১৮ইং তারিখে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। যার নং-৯। সোস্যাল মিডিয়ায় এ ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। তারই প্রেক্ষিতে অবশেষে দত্তরনগর পুলিশ ফাড়ীর আইসি ও এএসআই সাইফুল সঙ্গীয় ফের্সের সহযোগীতায় এজাহারকৃত আসামী কালু (২৮)কে গ্রেফতার করেছে।
এ বিষয়ে দত্তনগর পুলিশ ফাড়ীর আইসি গাজী রবিউল ইসলাম ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনাকে প্রতিরোধ করতে চাই যাতে আর কোন নারী এমন অমানবিক নির্যাতনের শিকার না হয়।