মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

মধ্যস্থতাকারীদের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হামাস

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: গাজা যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সঙ্গে জিম্মি মুক্তি চুক্তির জন্য আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাবে সম্মত হয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের একটি সূত্র বিবিসিকে এ খবর জানিয়েছে।

জুন মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের উত্থাপিত কাঠামোর উপর ভিত্তি করে মিশর ও কাতার প্রস্তাবটি তৈরি করেছে বলে জানা গেছে।

প্রাথমিক ৬০ দিনের যুদ্ধবিরতির সময় দুই দফায় হামাস ৫০ জন অবশিষ্ট ইসরায়েলি জিম্মির প্রায় অর্ধেককে মুক্তি দেবে, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে। স্থায়ী যুদ্ধবিরতির বিষয়েও আলোচনা হবে। তবে ইসরায়েলের প্রতিক্রিয়া কী হবে তা এখনো স্পষ্ট নয়, কারণ দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু কার্যালয় গত সপ্তাহে বলেছিল যে, সকল জিম্মি একবারে মুক্তি পেলে তারা কেবল একটি চুক্তি গ্রহণ করবে।

হামাসের ঘোষণার পর প্রকাশিত একটি ভিডিওতে নেতানিয়াহু সরাসরি কোন মন্তব্য না করলেও বলেছেন, ‘হামাস প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে।’

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ইতিমধ্যে বলেছেন, ২২ মাস ধরে চলা যুদ্ধের এক গুরুত্বপূর্ণ মোড় চলছে, যেখানে গাজা শহরে হামাসের বিরুদ্ধে হামলা জোরদার করা হয়েছে।

গাজা শহরের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি ট্যাঙ্কগুলো দক্ষিণ সাবরা পাড়ায় আকস্মিকভাবে অগ্রসর হয়েছে। শত শত বাস্তুচ্যুত মানুষকে আশ্রয়দানকারী স্কুল এবং জাতিসংঘ পরিচালিত একটি ক্লিনিক ঘিরে রেখেছে তারা।

ইসরায়েলি মন্ত্রিসভা গাজা শহর দখলের সামরিক পরিকল্পনা অনুমোদন করার পর হামলা তীব্র করা হয়েছে। এতে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com