বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

ভাসানচর থেকে ২০ দোকান উচ্ছেদ

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে অবৈধ ২০টি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০১ নভেম্বর) দুপুরে থেকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ফরমস ও স্টেশনারী) মংচিংনু মারমার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

মংচিংনু মারমা বলেন, ভাসানচরের বিভিন্ন ক্লাস্টারের সামনে থেকে ২০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় দুই মামলায় ১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরবর্তীতে ওইসব স্থানে পুনরায় না বসার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কক্সবাজারের ক্যাম্প থেকে এক লাখ রোহিঙ্গাকে অধিকতর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয় করে ভাসানচর প্রস্তুত করে বাংলাদেশ সরকার। গত বছরের ডিসেম্বর থেকে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু করে সরকার। এ পর্যন্ত ছয় দফায় ১৮ হাজার ৫২১ জন রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়। আরও ৮০ হাজার রোহিঙ্গাকে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com