শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: নিজের সংবর্ধণা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ডেকে নিয়ে নিজ হাতে পুরস্কৃত করলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।
তিনি উপজেলার ২৩০জন মুক্তিযুদ্ধাকে ফুলেল শুভেচ্ছা ও প্রত্যেককে একটি করে দামী লুঙ্গী উপহার হিসাবে দেন। উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের দৌলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দৌলা ফ্রিল্যান্সার এ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোকবর্তিকা সংবর্ধণা অনুষ্ঠানে সকল মুক্তিযোদ্ধাদের মঞ্চে ডেকে নিয়ে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী নিজ হাতে বিতরণ করেন এমপি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শওকত আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জুলহাস উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ও ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক মনির সহ কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যানদ্বয়, ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার আহম্মেদ সুজন, বিভিন্ন সহযোগিতা সংগঠনের সভাপতি এবং সম্পাদক ও হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।
ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন বলেন, একটি ইউনিয়ন পর্যায়ে এত বড় এবং এত লোকের সমাগমে সংবর্ধনা হয় এটা আমার জীবনে প্রথম দেখলাম। সেই মঞ্চে এমপি মহোদয় মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন এটা ইতিহাসে রয়ে যাবে। এমপি ওয়াহেদ বরাবরই মুক্তিযোদ্ধাদের এভাবেই সম্মানিত করেন।
এ বিষয়ে ভালুকা থেকে নির্বাচিত সাংসদ আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ জানান, মুক্তিযোদ্ধার ছিলো বলে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আর আমি সেই রাষ্ট্রের এমপি হতে পেরেছি। জাতীর জনকের ডাকে যারা যুদ্ধে গিয়েছিলো জীবন বাজী রেখে তাদের প্রতি আমার সম্মান সবসময়ই ছিলো এবং থাকবো। আমি আমার সংবর্ধনা নেওয়ার আগে এসব বীর যুদ্ধাদের সম্মানিত করে পরে আমি সংবর্ধনা গ্রহণ করি। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আমি এমপি হওয়ার পরই প্রথম বাজেটের আমার বরাদ্দ সবগুলো কম্বল আমি মুক্তিযোদ্ধাদের সম্মানে তাঁদের মাঝে বিতরন করি। আমি সব সময়ই এসব বীর যুদ্ধাদের স্যালুট জানাই।