শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ফুজিয়ান ইলেক্ট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানী (পাওয়ার চায়না) এর গোডাউন থেকে আফাজ উদ্দিন (৫৫) নামে এক নিরাপত্তা প্রহরী লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। নিহত আফাজ উদ্দিন উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নলুয়া কুড়ি এলাকার পোকাই শেখের ছেলে।
জানা যায়, বুধবার (৩ জানুয়ারী) রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা গ্রামে ফুজিয়ান ইলেক্ট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানী (পাওয়ার চায়না)’র গোডাউনে একটি ছোট গর্তের পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের ছেলে ফরিদ জানায়, আমার মৃত্যুর পেছনে কর্তৃপক্ষের চরম গাফিলতি আছে এবং এটি অবশ্যই একটি রহস্যময় মৃত্যু।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, লাশ উদ্ধার করে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।