শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু জুবায়েরকে বাচাঁতে মায়ের আকুতি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি॥ শিশুটির নাম জুবায়ের। বয়স মাত্র ৫। সে বাবা-মায়ের একমাত্র সন্তান। কিন্তু ফুলের মত শিশুটিকে মরণব্যাধি ব্লাড ক্যান্সার তার জীবন শক্তিকে ক্রমাগত দুর্বল করে ফেলছে। সে কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের মনিরুল ইসলাম ও মা শিরিন শিলার একমাত্র ছেলে। পিতা মনিরুল বেসরকারি একটি ব্যাংকের পিয়ন। মা গৃহিনী। ৬ মাস আগে ঢাকা মেডিকেলে তার ক্যান্সার ধরা পড়ে। সেই থেকে জুবাইরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক হেমটোলজি এন্ড অনকোলজি বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার আমিরুল ইসলাম খসরুর অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছে। দীর্ঘ সময় ধরে তার চিকিৎসা চালাতে গিয়ে এ পর্যন্ত বাবা প্রায় ৪ লক্ষ টাকা ব্যয় করেছেন। টাকার সংকুলান করতে মনিরুলের বাবার জমি বন্ধক, ঋণ গ্রহণ ও স্ত্রীর সোনা গয়না বিক্রী করতে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ছেলের রোগ নিরাময় করতে গেলে কমপক্ষে আরো তিন বছর ধারাবাহিক চিকিৎসা নিতে হবে। জুবায়ের চিকিৎসা করাতে হলে এখনো ১০-১২ লক্ষ টাকার প্রয়োজন। যা এ পরিবারটির পক্ষে যোগাড় করা অসম্ভব। আদরের সন্তাকে বাঁচাতে বাবা ও মা ঢাকায় থাকছেন। আর টাকা সংগ্রহ করতে জুবায়েরের দাদা নজরুল ইসলাম এলাকার শীর্ষ জন প্রতিনিধি, দানশীল, বিত্তবান ও স্বজনদের দ্বারে দ্বারে ঘুরে ফিরছেন। কিন্তু এতেও মিলছে না তেমন কোন সুফল। নিরুপায় বাবা-মা এক মাত্র শিশু পুত্রকে বাচাঁতে মাননীয় প্রধান মন্ত্রীসহ দেশের বিত্তবান ও দানশীলদের প্রতি সদয় সাহায্যের আবেদন জানিয়েছেন। যোগাযোগ ও সাহায্য পাঠাতে বিকাশ নম্বর ০১৭১১-৯০১৯৯১। বাংলাদেশ কৃষি ব্যাংক সঞ্চয় হিসাব নম্বর ৪০৪০। কোটচাঁদপুর শাখা, কোটচাঁদপুর, ঝিনাইদহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com