শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

ব্রেন টিউমারে আক্রান্ত আকলিমাকে বাচাঁতে পিতার আকুতি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি॥ নাম মোছাঃ আকলিমা। বয়স তার ২৪। সে বাবা-মায়ের একমাত্র মেয়ে। কিন্তু ফুলের মত মেয়েকে মরণব্যাধি ব্রেন টিউমার তার জীবন শক্তিকে ক্রমাগত দুর্বল করে ফেলছে। সে কোটচাঁদপুর পৌর শহরের ৮ নং ওয়াডের বড়বামনদহ গ্রামের ইদ্রীস আলীর একমাত্র মেয়ে। পিতা ইদ্রীস আলী দিনমজুর কৃষক ও মা গৃহিনী। পনের দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাকে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে ঢাকা নিয়ে চিকিৎসা করাতে বলেন তার পরিবারকে। তাকে ১২ আগে ঢাকা পিজি হাসপাতালে নিয়ে পরীক্ষা করে তার ব্রেন টিউমার ধরা পড়ে। সেই থেকে আকলিমাকে পিজি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দীর্ঘ ১২ দিন ধরে তার চিকিৎসা চালাতে গিয়ে এ পর্যন্ত তার বাবার প্রায় ৩৫-৪০ হাজার টাকা ব্যয় করেছেন। টাকার সংকুলান করতে ইদ্রীস আলী ঋণও গ্রহন করতে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন মেয়ে আকলিমার রোগ নিরাময় করতে গেলে কমপক্ষে আরো ৬০-৭০ হাজার টাকার প্রয়োজন। যা এ পরিবারটির পক্ষে যোগাড় করা অসম্ভব। আদরের মেয়েকে বাঁচাতে বাবা ও মা ঢাকায় থাকছেন। আর টাকা সংগ্রহ করতে আকলিমার পিতা ইদ্রীস আলী এলাকার শীর্ষ জন প্রতিনিধি, দানশীল, বিত্তবান ও স্বজনদের দ্বারে দ্বারে ঘুরে ফিরছেন। কিন্তু এতেও মিলছে না তেমন কোন সুফল। নিরুপায় বাবা-মা এক মাত্র মেয়েকে বাচাঁতে মাননীয় প্রধান মন্ত্রীসহ দেশের বিত্তবান ও দানশীলদের প্রতি সদয় সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। যোগাযোগ ও সাহায্য পাঠাতে বিকাশ নম্বর ০১৭৯৭-২৫৩০২৬, কোটচাঁদপুর, ঝিনাইদহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com