শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

বিতর্ক প্রতিযোগিতায়কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ঝিনাইদহ জেলা চ্যাম্পিয়ন

আল-ইমরান, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
বুধবার বিকালে ঝিনাইদহ জেলাবিতর্ক উৎসব ২০১৭ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনেরআযোজন,ডিবেটিং সোসাইটিরবাস্তবায়নে ও জাহেদী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়পুরাতন ডি,সি কোর্টের উন্মুক্ত মঞ্চেএ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উপজেলা ভিত্তিক চ্যাম্পিয়ন৬ টি দল জেলা পর্যায়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। বুধবার অনুষ্ঠিতচূড়ান্ত প্রতিযোগিতায় ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রতিপক্ষ ছিল কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতার বিষয় বস্তু ছিলমাদক যুব সমাজধ্বংসের মূল কারণ। কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এর বিপক্ষে অবস্থান নিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।ঝিনাইদহ বালিকা বিদ্যালয়েরপক্ষেদল নেতারদায়িত্ব পালন করে দশম শ্রেনীর ছাত্রী ঝিলিক গাঙ্গুলি। সাথে বিতার্কিক ছিলতাসফিয়াতুন নাজমুন রাপ্তিও নুসরাত জাহান অরিন।বিপক্ষ দলের দলনেতা ছিল কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম বিজ্ঞান বিভাগের ছাত্রীআফিয়া হুমাইরা।দলেরঅপর দুইবিতার্কিক ছিলজারিন আনজুম সিনথিয়া ও দয়িতা সিংহ। বিজয়ীদলের বিতার্কিকজারিন আনজুম সিনথিয়া শ্রেষ্ঠ বক্তা হিসাবে নির্বাচিত হয়। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রসাশক সরোজ কুমার নাথঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকেবিজয়দের মাঝে ট্রফি তুলেদেন। এ সময় ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাসহআমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com