সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

নির্বাচনে দায়িত্ব পালনে ৬৪ জেলার পুলিশ সুপার লটারির মাধ্যমে চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি)–কে লটারির মাধ্যমে চূড়ান্ত করেছে সরকার।

সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত ম্যানুয়াল লটারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয় এবং ডিএমপির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকালীন দায়িত্বে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এবারই প্রথম ম্যানুয়াল লটারির মাধ্যমে এসপি নিয়োগ দেওয়া হলো। লটারির আগে কয়েক দফা যাচাই-বাছাই হয়। যারা পূর্বে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের বাদ দিয়ে পুলিশ ক্যাডারের ২৫, ২৬ ও ২৭তম ব্যাচের কর্মকর্তাদের নিয়ে ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। সেখান থেকেই ৬৪ জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে দায়িত্বে থাকা ৬৪ জেলার এসপিদের মধ্যে ১৫ জনকে সরিয়ে নতুন ১৫ জন নিয়োগ দেওয়া হবে। বাকি ৪৯ জনকে বর্তমান জেলা থেকে অন্য জেলায় বদলি করা হবে। নতুন ও পুরোনো—এই ৬৪ কর্মকর্তাকেই নিয়ে লটারি সম্পন্ন হয়েছে।

এর আগে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠকে নির্বাচনকালীন এসপি নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, সিনিয়র সচিব নাসিমুল গনি ও আইজিপি বাহারুল আলম।

দেশের ৬৪ জেলা নির্বাচনী পরিস্থিতি অনুযায়ী তিন শ্রেণিতে—এ, বি ও সি-ভাগ করা হয়েছে।

১। ২৭টি জেলা এ ক্যাটাগরি ২। ২৮টি জেলা বি ক্যাটাগরি ৩। বাকি জেলাগুলো সি ক্যাটাগরি

প্রতিটি শ্রেণির জন্য আলাদা লটারি অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর জানিয়েছে, লটারিতে মনোনীত এসপিদের দ্রুতই সংশ্লিষ্ট জেলায় পদায়ন করা হবে। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com