সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ হচ্ছে

অনলাইন ডেস্ক:: রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর আর কোনো কার্যক্রম চলবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজকের (বুধবার) স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন একটি তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com