সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

নবাবগঞ্জ মানবতায় রক্তদান সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:: নবাবগঞ্জ মানবতায় রক্তাদান সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠোনের আয়োজন করা হয়।

এসময় দোহার ও নবাবগঞ্জের রক্তদাতা সংগঠনের সব প্রতিনিধিরা অংশ নেয়।

সংগঠনের সভাপতি মো. ইস্রাফিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মুক্তি ক্লিনিকের চেয়ারম্যান আব্দুস সালাম, এমডি ফয়েজ আল মামুন, রক্তদান সংগঠনের উপদেষ্টা সুভাশীষ গোস্বামী, ইউপি (প্যানেল) চেয়ারম্যান আব্দুল মতিন, ব্যবসায়ী শুভ ইমরান, রুবেল তালুকদার, রক্তদাতা গ্রুপের সংগঠক ফয়সাল হোসেন, বর্ষণ মন্ডলসহ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি, স্থানীয় সেবামূলক সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন অনলাইন গ্রুপের উদ্যোক্তারা উপস্থিত ছিলো।

সংগঠনের এক বছর পূর্তির আলোচনা সভায় বক্তারা বলেন, নবাবগঞ্জের এক ঝাঁক তরুণ-তরুণী মানবতার কল্যাণে রক্তদান করে মানুষের জীবন রক্ষায় উদ্যমী ভূমিকা পালন করছে। তাঁরা প্রতিটি গ্রামের অসহায় রোগীদের পাশে দাঁড়িয়ে অবিরাম রক্তদান করে মানবতাবোধ জাগ্রত করছে। তাঁদের এ পথচলা আরো বেগবান করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের তরুণ আগামীর সমাজ পরিচালনার মানবিক হাতিয়ার হয়ে উঠুক এমনটাই কামনা করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে সারা বছর কাজের মূল্যায়নে সদস্যদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে কেক কেটে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com