শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

নবাবগঞ্জে ধানের শীষের পক্ষে মাসুদ খন্দকারের প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা-১ আসনে দোহার নবাবগঞ্জে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছেন উপজেলা বিএনপির সহসভাপতি খন্দকার আবু শফিক মাসুদ। এসময় তার সাথে বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার দুপুরে থেকে বিকেল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে বাগমারা বাজার পর্যন্ত হেটে হেটে সব দোকানে ও ব্যবসা প্রতিষ্ঠানে খন্দকার মাসুদ এ প্রচারণা করেন।

এসময় তিনি বলেন, খন্দকার আবু আশফাক একজন নিবেদিত প্রাণ নেতা। তাঁকে ভোট দিয়ে নির্বাচত করলে এলাকার উন্নয়ন ও শান্তি শৃংখলা বজায় থাকবে। তিনি নারী পুরুষ ও নবীন ভোটারদেরকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।

খন্দকার মাসুদ বলেন, রাজনীতি শান্তি ও উন্নয়নের জন্য। এ এলাকার উন্নয়নে খন্দকার আশফাক নতুন কেউ নন। আপনারা তাঁকে একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে সেটা প্রমাণ করেছেন। তৃণর্মূল থেকে উঠে আসা পরীক্ষিত নেতা আশফাককে আপনারা ধানের শীষে ভোট দিলে তিনি আপনাদের রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসাসহ অবকাঠামো উন্নয়নে পাশে থেকে কাজ করবেন।

এদিকে গত শনি ও রোববার উপজেলার বিভিন্ন হাট বাজার স্কুল কলেজ ও পাড়া মহল্লায় গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন মসিউর রহমান ফারুক, সাবেক ভিপি মহসিন রহমান আকবর, বিএনপি নেতা আব্দুস সবুর পিলু, ঢাকা দক্ষিন ছাত্র দলের শফিকুর ইসলাম নিরব, সাজ্জাদ শরীফ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com