শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন
ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্ৰামে কৃষক মোঃ ইসরাফিলের জমিতে ব্রি-ধান-১০৩ জাতের শস্য কর্তন করা হয়।
এই নমুনা শস্য কর্তনের মাধ্যমে চলতি মৌসুমে রোপা আমন ১০৩ ধানের গড় উৎপাদন নির্ণয়ের কাজ সম্পন্ন করা হয়।
কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া ও সময়মতো সার ও সেচ সুবিধা পাওয়ায় এ মৌসুমে ধানের ফলন আশানুরূপ হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শওকত হোসেন ভূঁইয়া, অতিরিক্ত উপ পরিচালক শস্য মোঃ ওহিদুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহমেদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আসাদুল ইসলাম, মোঃ শাহরিয়ার শামীম,আবু বকর সিদ্দিক, জেলা পরিসংখ্যান সহকারী অফিসার, মোঃ সাহানুর রহমান, উপজেলা পরিসংখ্যান অফিস চেইনম্যান সাদ্দাম হোসেন প্রমুখ।
উপজেলায় এ মৌসুমে রোপা আমন ধান আবাদ হয়েছে ১৯ হাজার ৮শ’ ৮০ হেক্টর জমিতে। কৃষক ইসরাফিল এর জমির শস্য কর্তন শেষে দেখা গেছে, বিঘা প্রতি ধান উৎপাদন হয়েছে ২১ থেকে ২২ মন।