শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মধুরচর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দোহার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা মনিরের নিজস্ব অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নুর ইসলাম শেখ, মো. জালাল মোল্লা, উপজেলা মৎসজীবী দলের সভাপতি রমজান মোল্লা, সুতারপাড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়াড মেম্বার আয়নাল মোল্লা, সংরক্ষিত নারী মেম্বার পারভীন আক্তার সহ আরও অনেকে।
তীব্র শীতে এমন শীতবস্ত্র পেয়ে খুশি স্থানীয়রা। ভবিষ্যতেও এমন মানবিক কাজ অব্যাহত থাকবে বলে জানান দোহার উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক মোল্লা মনির।এ সময় প্রায় ৫ শতাধিক অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।