শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকার দোহারে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২০ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আবু আশফাক।
তিনি বলেন ‘ধানের শীষ উন্নয়নের প্রতীক৷ বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়৷ দোহার নবাবগঞ্জবাসীর উদ্দশ্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দোহার-নবাবগঞ্জে গ্যাস সরবরাহ করা হবে৷ দোহার ও নবাবগঞ্জ উপজেলা হবে মডেল উপজেলা৷
এসব কথা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাহমুদ পুর ইউনিয়ন ৩ ও ৪ নং ওয়ার্ডের পুরন বাসস্ট্যান্ডে
দোহার উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মৃধার আয়োজনে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার রেজাউল খান৷
এসময়ে উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি, সাবেক চেয়ারম্যান ইউনুস আলী খান, ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, দোহার উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুল লতিফ খান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল ফকির, বিএনপি নেতা আব্দুল কাদের শিকদার, গিয়াস উদ্দিন, আব্দুল আলীম মোল্লা, মোতালেব বেপারী, মুজিবুর রহমান, আব্দুল লতিফ মোল্লা, মান্নান মাদবর, সত্তার মাদবর, ইছাক মুন্সি, ইব্রাহিম মৃধা, হুমায়ুন মুন্সি, ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহবায়ক ফরিদ মোল্লা, যুগ্ম আহবায়ক আনজুম হোসেন আঞ্জু, যুবদল নেতা মাসুদ দেওয়ান, জব্বার তালুকদার, লিটন মোল্লা, মজনু আকন, মোজাফফর তালুকদার, ছাত্রনেতা ইব্রাহিম মুন্সি,
শিহাব হোসেন প্রমুখ৷