শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

দৈনিক নবচিত্র পত্রিকার সাংবাদিক আহম্মদ আলীর ইন্তেকাল

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্র পত্রিকার বদরগঞ্জ বাজার প্রতিনিধি আহম্মদ আলী শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি বোড়াই গ্রামের জামাত আলীর ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা জানাজা শেষে বোড়াই গ্রামের গোরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের বড় ছেলে শামিম হোসেন জানান, তার পিতা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শুক্রবার সকালে বুকে ব্যাথী অনুভব করলে তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।
এদিকে সাংবাদিক আহম্মদ আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বদরগঞ্জ, ডাকবাংলা, সাধুহাটী, শরোৎগঞ্জ, ডিঙ্গেদহসহ বিভিন্ন স্থানে কর্মরত আঞ্চলিক প্রতিনিধিরা মরহুমের গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামে ছুটে আসেন।
এদিকে দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, সম্পাদক আলাউদ্দীন আজাদ ও বার্তা প্রধান আসিফ ইকবাল কাজল মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com