শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
মোরেলগঞ্জ প্রতিনিধি॥ ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিডিউশন বাংলাদেশ (ডি কে আইবি) বাগেরহাট জেলা শাখার নির্বাচন সম্পন্ন করা হয়েছে।
রোববার উপ-পরিচালক এর কার্যালয় বাগেরহাট জেলা ট্রেনিং সেন্টারে এ নির্বাচন সম্পন্ন হরা হয়। উক্ত নির্বাচনে সভাপতি মো: মেজবাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক বিপুল পাল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সুবোধ কুমার দাস, সহ-সভাপত পরিমল কুমার বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার দাস, কোষাধক্ষ আব্দুলল্লাহ আল-মামুস, সাংগঠণিক সম্পাদক মোল্লা আলমগীল ভোটে নির্বাচিত হয়েছে। টানা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন হয়। মোট ভোটার সংখ্য ছিল ১৫২ জন। এর মধ্যে সভাপতি মো: মো: মেজবাহ আহম্মেদ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মো: খলিলুর রহমান পান ৬৮ ভোট। এ কমিটি আগামী তিনবছর দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।