শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকার নবাবগঞ্জে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলা সদরে এ মিছিল করা হয়। বিএনপি নেতা আবু শফিক মাসুদ খন্দকারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা সদর জেলা পরিষদ মার্কেটের সমানে থেকে শুরু হয়ে বাগমারা উচ্চ বিদ্যালয় পর্যন্ত দুই কিলোমিটার প্রদক্ষিন করে। ফিরে এসে পুরাতন কোর্ট বিল্ডিং মাঠের সমানের সড়কে সংক্ষিপ্ত পথসভা করা হয়।
দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মহসিন রহমান আকবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি মহসিন আহমেদ পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, আজ বের হয়েছি, ১২ ফেব্রুয়ারী ফিরবো। ধানের ঢাকা-১ এর শীষের প্রার্থী খন্দকার আবু আশফাকের বিজয় নিশ্চিত করে। আমাদের সকলকে মনে রাখতে হবে, ‘পরিশ্রম ছাড়া ভালো কিছু অর্জন করা যায় না। সাথে মানুষের ভালোবাসা দিয়ে ভোট অর্জন করতে হবে। প্রতিটি নেতাকর্মী ঘরে ঘরে যেতে হবে। নিজেদের অর্জন দিয়ে ভোট আদায় করতে হবে। খন্দকার আবু আশফাক ভালো লোক জয়ের মালা তারই হোক। নতুন প্রজম্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। এসব শ্লোগান দিয়ে তারা তফসিলকে স্বাগ জানান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম চৌধুরী, আজিজুল হক মিতু, মশিউর ফারুক, এসম এম আজহার উদ্দিন, জাহাঙ্গীর আলম, এ সবুর পিলু, সাইদুল ইসলাম কয়েস, মোজহিদ খান, ছাত্রদলের ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা সভাপতি ইসতিয়াক চৌধুরী, নারী নেত্রী বিলকিস চৌধুরী প্রমুখ।
অপরদিকে দোহারে বিএনপির সভাপতি নজরুল ইসরাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, আব্দুল কুদ্দুসের নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে। তারা আজ থেকে ১২ ফেব্রুয়ারী পর্যন্ত প্রতিটি ঘরে গিয়ে ধানের শীষে ভোট চেয়ে বিজয়ের পর ঘরে ফেরার অঙ্গীকার করেন।