সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদা নিজস্ব প্রতিবেদক:: ঢাকা-১ আসন (দোহার-নবাবগঞ্জ) এর ৭জন প্রার্থীর মধ্যে যাচাই বাছাইয়ে আজ শনিবার সকালে রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীসহ দুই জনের মনোনয়নপত্র বাতিল করেছে। বিএনপি-জামায়াত ইসলামীসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছে।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০ টায় ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা-১ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার প্রার্থীতা বাতিল ঘোষনা করে। বিদ্যুত বিল বকেয়ার কারণে নুরুল ইসলামের মনোনয়ণপত্র বাতিল হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সেলিমা হুদা জামিনদার হিসেবে ঋণখেলাপী ও ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়।
এছাড়া যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন- বিএনপির খন্দকার আবু আশফাক, জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম, খেলাফত মজলিসের ফরহাদ হোসেন, লেবার পার্টির মো. আলী, জাতীয় পার্টির নাসির উদ্দিন মোল্লা।
এ বিষয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম বলেন, তিনি বিদ্যুত বিল পরিশোধ করেছেন। কিন্তু ব্যাংক চালান ছিলো না। প্রার্থীতা ফিরে পেতে তিনি আপিল করবেন।
স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদাকে তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।