বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়কের ভূটিয়ারগাতি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহ থানার ওসি মইন উদ্দিন জানান, ভূটিয়ার গাতি এলাকার মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি ধারণা করে আরো বলেন, দুর্বৃত্তরা অন্য কোথাও থেকে তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে লাশটি ঘটনাস্থলে ফেলে রেখে গেছে।