বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহ সদরে বোমাসহ দুই জামাত শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার ভোরে বিষয়খালী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নাশকতা পরিকল্পনার জন্য বেশ কয়েকজন জামাত-শিবির নেতাকর্মী বিষয়খালী এলাকায় অবস্থান করছিল। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিনো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যারা যায়। সে সময় আব্দুল আলিম ও নাজমুল ইসলাম নামে দুই জামাত শিবির কর্মীকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১৫ টি হাত বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।