বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহনে দেশের সীমান্তবর্তী জেলা ঝিনাইদহের সব কেন্দ্রে ব্যালট বক্স ও ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী বিতরণ পৌছে গেছে।
শনিবার দুপুরে জেলার ৬ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ সমস্ত সামগ্রী বিতরণ করা হয়। জেলার চার সংসদীয় আসনে ৫৭৮ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। এসব কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার ২ হাজার ৬শ ৩৫ জন। চার সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে ১৩ লাখ ৪২ হাজার ৩৩০ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৬ লাখ ৭২ হাজার ৭১১ জন। মহিলা ভোটার রয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৬১৯ জন।
এছাড়া নির্বাচনের আগে পরে আইন শৃঙ্খলা রক্ষায় ৯১১৯ সেনা, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ২৯ মোবাইল টিম, ৮ স্টাইকিং টিম এবং ২ স্টান্ডবাই পার্টিসহ ১ হাজার ৫শ’ ৮৪ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও ৩০৩ জন বিজিবি, ৩০০ জন সেনা সদস্য, ৭২ জন র্যাব সদস্য, ৬০ জন ব্যাটালিয়ান আনসার এবং ৬৯৩৬ জন অঙ্গীভূত আনসার সদস্য রয়েছে। জেলার চার সংসদীয় এলাকায় তারা টহল অব্যহত রয়েছে। ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান ও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এসব তথ্য জানিয়েছে।
এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, নির্বাচন উপলক্ষে আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছি। আশা করা যায় মানুষ শান্তিপূর্ণ ভাবে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইন-শৃঙ্খল পরিস্থিতি ভাল রয়েছে। এখন পর্যন্ত কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ছোট-খাটো কিছু অভিযোগ পাওয়া গেলেও সাথে সাথে তদন্ত করে সে বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।