বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি::
ঝিনাইদহের কালীগঞ্জে নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। উপজেলার রামচন্দ্রপুর গ্রামের গোলাম নবী মোল্লার ছেলে জুয়েল রানা (৩০) ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ধর্ষিতা রামচন্দ্রপুর নতুন বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ও বায়সা গ্রামের ইকরাজ আলীর মেয়ে। ঘটনার পর থেকে ধর্ষক জুয়েল পলাতক রয়েছে।
শুক্রবার (১৮ জানুয়াারি) মামলাটি দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই সম্বিত রায়।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ বছর ধরে স্কুলে যাওয়া-আসার পথে ধর্ষক জুয়েল রানা ওই ছাত্রীকে কু-প্রস্তাবসহ বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। এক পর্যায়ে গত ১ বছর পূর্বে ওই ছাত্রী তার প্রস্তাবে রাজি হয় এবং জুয়েলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের কথা বললে জুয়েল তাকে আজকাল বলে ঘুরাতে থাকে। গত ১২ জানুয়ারি রাত ১০ টার দিকে লম্পট জুয়েল বিয়ের কথা বলে তাকে রামচন্দ্রপুর গ্রামের খেজুর বাগানের সেচ পাম্পের কাছে আসতে বলে। সেখানে তাদের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদি হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর লম্পট জুয়েল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে।