মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করার আদেশ প্রত্যাহার হচ্ছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মো. মনির। আগামীকাল মঙ্গলবারই আদেশটি প্রত্যাহার করা হবে।
সোমবার (২৬ আগস্ট) সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
শিশির মনির জানান, জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহারে দলের নিযুক্ত আইনজীবীরা সংশ্লিষ্ট সরকারের দপ্তরগুলোতে উচ্চ পদস্থ কর্মকর্তা এবং সরকারের উপদেষ্টাদের সঙ্গে সিরিজ আলোচনা চালিয়ে যান।
তিনি বলেন, “কী আইনি পদক্ষেপ নিলে এটা সমাধান করা সম্ভব এর অংশ হিসেবে আমাদের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি রিকোয়েস্ট পাঠাই। এরপর তারা আমাদেরকে জানিয়েছেন, সব প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে আজকে সরকারি ছুটির দিন তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এমনকি আগামীকাল নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হবে বলে আমাদের কনফার্ম করেছেন।”