বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

চট্টগ্রামে বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১১২ জন। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) করোনায় মারা যান ১ জন। এছাড়া ৫৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৭৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর বাসিন্দা ৭৬ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৩৮ শতাংশ।

উপজেলাগুলোর মধ্যে লোহাগাড়া ১, আনোয়ারায় ৪, পটিয়ায় ২, বোয়ালখালীতে ২, রাউজানে ১০, ফটিকছড়িতে ২, হাটহাজারীতে ১৪ ও সীতাকুণ্ডে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, রাঙ্গুনিয়া, মিরসরাই ও সন্দ্বীপ উপজেলায় কেউ আক্রান্ত হননি।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ১৩১ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরীর বাসিন্দা ৭৩ হাজার ২৯৪ জন। বাকি ২৭ হাজার ৮৩৭ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। দুজনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৬ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৭৩ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com