শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় শনিবার ভোর খেকে ইসরাইলের হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে, গাজা শহরের তুফায় নয়জন, জেইতুনে দুইজন, নেতজারিম করিডোরের কাছে আল-মোঘরাকায় দুইজন, বেইত লাহিয়ায় ছয়জন, দেইর আল-বালাহতে একজন ও খান ইউনিসে দুইজন নিহত হয়েছেন।
যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার ভোর থেকে গাজাজুড়ে বিভিন্ন হামলায় ইসরাইলি সেনাবাহিনী ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের প্রায় এক তৃতীয়াংশই শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবরের পর গাজায় ইসরাইলের গণহত্যায় কমপক্ষে ৪৯ হাজার ৭৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেয়া হচ্ছে।
এদিকে ইসরাইলি গণমাধ্যমগুলো দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার রাত থেকে তাদের বিমান বাহিনী গাজা, লেবানন ও সিরিয়ায় ২০০ টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
সূত্র : আল জাজিরা