বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় ৫ বিদ্যালয়ে সড়ক দূর্ঘটনা রোধে অটোচালক সুমনের প্রচারণা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::

রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতাকারী অটো চালক আব্দুল্লাহ আল সুমনের প্রচারণা থেমে নেই।

ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে শনিবার উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সুমন শিক্ষার্থীদের নিকট তার লেখা সড়ক দূর্ঘটনা রোধে করণীয় শীর্ষক লিফলেট বিতরণ করেন।

বিদ্যালয়গুলো হলো- দক্ষিণ কোলকোন্দ মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলেকিশামত দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরেরহাট পাইলট কিন্ডার গার্ডেন ও মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

লিফলেট বিতরণকালে সুমন শিক্ষার্থীদের সচেতনভাবে পথচলার পরামর্শ দিয়ে বলেন, আমরা সকলেই সচেতন না হলে শুধু সরকার সড়ক দূর্ঘটনা রোধ করতে পারবে না। তাই তিনি সড়ক দূর্ঘটনা রোধে সকলকে সচেতনভাবে পথচলার অনুরোধ জানিয়ে সরকারের পাশাপাশি সড়ক দূর্ঘটনা রোধে সমাজের সকল শ্রেণি পেশার সচেতন মানুষকে কাজ করার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com