মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
রংপুরের গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক যুগান্তর ও প্রথম খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি মরহুম ইউসুফ আলী বাপ্পীর নামাজের জানাযা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এর আগে গত শনিবার সকালে ভারতের দিলøীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাপ্পী। পরে তার লাশ স্বজনরা গত সোমবার দিবাগত রাতে গঙ্গাচড়ায় নিজ বাড়ীতে নিয়ে আসে।
জানাযায় আত্মীয়-স্বজন, সহকর্মী সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ হাজার হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।
এ সময় তার স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাইয়েদুল ইসলাম, লিয়াকত আলী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সামসুল আলম, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সভাপতি মোক্তার হোসেন, সাংবাদিক ফজলুর রশিদ সাজু, মরহুমের পিতা জাহাঙ্গীর হোসেন, মামা আব্দুল হাকিমসহ স্বজনরা।