শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় জনতার ঢল নেমেছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে জানাজায় অংশ নিতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তরের এক ফেসবুক পোস্টে জানানো হয়, জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। এ সময় পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি কূটনীতিক এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

দাফনকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জিয়া উদ্যানে সাধারণ জনগণের প্রবেশ সীমিত রাখা হবে। নির্ধারিত ব্যক্তিরাই কেবল সেখানে প্রবেশের অনুমতি পাবেন। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। একই সঙ্গে আজ সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, মরদেহ বহনের জন্য একটি নির্ধারিত রুট অনুসরণ করা হবে। এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার, নৌ সদর দপ্তর এলাকা, গুলশান-২, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার ও বিজয় সরণি হয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উচ্চ শব্দে হর্ন বাজানো, শোভাযাত্রা, ডিজে পার্টি ও জনসমাগমমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। জানাজায় অংশগ্রহণ সহজ করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) অতিরিক্ত মেট্রোরেল সার্ভিস চালু করেছে।

এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা রাজধানীতে জড়ো হতে শুরু করেছেন। ভোলা, বরিশাল, চাঁদপুরসহ বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও নৌপথে তারা ঢাকায় আসছেন। কালবেলার জেলা প্রতিনিধিরা জানান, মঙ্গলবার দুপুর থেকেই ঢাকামুখী মানুষের সংখ্যা বাড়তে থাকে।

জানাজা ও দাফনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যানে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকের এই সময়ে নেতাকর্মীদের শান্ত ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com