বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে নোয়াখালীর কোম্পানীগঞ্জের ভূমিহীন ৩৬ পরিবার পেয়েছে স্থায়ী ঠিকানা। ২৮ সেপ্টেম্বর বিকেলে এসব পরিবারের সদস্যদের হাতে জমির খতিয়ান তুলে দেওয়া হয়।
খতিয়ান হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন উষা রানী মজুমদার (৩৭)। তিনি বলেন, নদী আমাদের সব নিয়ে গেছে। আমাদের কোনো ঠিকানা ছিল না। আজ দেড় একর জায়গার মালিক হলাম। সৃষ্টিকর্তা শেখ হাসিনার মঙ্গল করুন।
পাশে দাঁড়িয়ে থাকা বিবি হুনুফা (৪০) বলেন, এক সময় আমাদের সব ছিল। নদীগর্ভে সব বিলীন হয়েছে। এত দিন ধরে অন্যের জায়গায় থাকতাম। সবাই ভূমিহীন বলে ডাকত। এখন একটা স্থায়ী ঠিকানা হলো।
কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। এমন দিনে ভূমিহীন ৩৬ পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। যা আমাদের সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রবিউল হাসান বলেন, ‘একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা অনুযায়ী অসহায় মানুষের জন্য IFAD ও নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ সরকারের অনন্য প্রকল্প সিডিএসপি-৪ (বি) এর আওতায় উড়িরচরের ৩৬টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হলো।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, এ প্রকল্পের অধীনে স্বামী-স্ত্রীর সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। খতিয়ান হাতে পেয়ে অসহায় পরিবারগুলো খুবই খুশি। জেলা প্রশাসনের উদ্যোগে পর্যায়ক্রমে অসহায় পরিবারের মাঝে খাস জমির ব্যবস্থা ও জমির খতিয়ান বিতরণ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সিডিএসপির ভূমি বিষয়ক উপদেষ্টা মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।