শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে যৌথ বাহিনীর ভোটকেন্দ্র পরিদর্শন, পোস্টার-ব্যানার অপসারণ

কেরানীগঞ্জপ্রতিনিধি:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শন করেছে যৌথ বাহিনী। এসময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে লাগানো বিভিন্ন পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়।

বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার একাধিক ভোটকেন্দ্র সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সদস্যরা পরিদর্শন করেন।

এতে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক। তিনি বলেন, কেরানীগঞ্জে নির্বাচনের সার্বিক পরিবেশ স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। যে প্রার্থী নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করবেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, র‍্যাব-১০ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার ও সেনাবাহিনীর ক্যাপ্টেন আজমাইন সাকিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com