শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে পোস্টাল ভোটের নিবন্ধন ও ভোট প্রদান বিষয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা হয়। এতে নিজ নিজ কর্মস্থলের বাইরে অবস্থানরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ভোটের নিয়মাবলি ও নিবন্ধনের ক্ষেত্রে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহারের পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক। তিনি বলেন, পোস্টাল ভোট দিতে আগ্রহী ভোটারদের অবশ্যই ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ সময় ২৫ ডিসেম্বর। তিনি আরও বলেন, নিবন্ধনকালে ব্যালট পাঠানোর ঠিকানা সঠিকভাবে উল্লেখ করতে হবে। এ ছাড়া সময় কম থাকায় দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি।
পরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম দেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের প্রক্রিয়া ও অ্যাপ ব্যবহার করে নিবন্ধনের ধাপগুলো নিয়ে আলোচনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ ও কেরানীগঞ্জ মডেল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া প্রমুখ।