শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে রোড মার্চ

কেরানীগঞ্জ প্রতিনিধি:: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে রোড মার্চ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) ও কেরানীগঞ্জ ট্রেড ইউনিয়নের যৌথ আয়োজনে কেরানীগঞ্জ পোশাকপল্লি এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

শোভাযাত্রাটি পোশাকপল্লির আগানগর ও পূর্ব আগানগর এলাকা প্রদক্ষিণ করে। এতে অংশ নেওয়া তৈরি পোশাকের নারী পুরুষ শ্রমিকরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নারী সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে স্লোগান দেন।

কেরানীগঞ্জ ক্ষুদ্র গার্মেন্টস শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি ইকবাল হাসান বলেন, তৈরি পোশাক শিল্পে কর্মরত অনেক নারী শ্রমিক এখনো মৌখিক ও শারীরিক হয়রানির শিকার হন। এই পরিস্থিতি রোধে প্রতিটি কারখানায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন জরুরি।

তিনি আরও বলেন, নিরাপদ কর্মপরিবেশ প্রতিটি নারীর অধিকার। কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের প্রতি কোনো অন্যায়ই মেনে নেওয়া হবে না। এ বিষয়ে সরকারের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশনের প্রোগ্রাম সমন্বয়কারী এ এইচ এম মোরশেদ, জেষ্ঠ্য প্রোগ্রাম কর্মকর্তা সরোয়ার আলম, কেরানীগঞ্জ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম সরোয়ার ও লেবার ফেডারেশনের জনসংযোগ কর্মকর্তা আল ইমরান হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com