সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মাঠপর্যায়ের জনপ্রতিনিধিদের সঙ্গে ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম মতবিনিময় সভা করেছেন।
গতকাল রোববার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় উন্নয়ন, জনসেবা ও সমন্বিত কার্যক্রম বাস্তবায়ন নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
সভায় ঢাকা জেলা প্রশাসক (ডিসি) মো. রেজাউল করিম বলেন, নাগরিক সেবার মান বাড়াতে গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং যোগাযোগ রক্ষা অত্যন্ত জরুরি। এতে সরকারের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হয় এবং জনসেবার কার্যক্রম আরও স্বচ্ছ হয়। সেজন্য সকলের অংশগ্রহণ ও সহযোগিতা দরকার।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাত্তার বেগ প্রমুখ।