শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত যুবককে হত্যার অভিযোগ

কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা, তাঁর বয়স আনুমানিক ৩৬ বছর।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের পুরাতন ভাড়ালিয়া সড়ক এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি চুরি সংক্রান্ত নাকি অন্য কোন কারণে ঘটেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com