শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে একটি রেস্টুরেন্টের টিনের চালের আড়ার সঙ্গে জুতার ফিতা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের সিরাজনগর নিশানবাড়ী সড়ক এলাকায় একটি পরিত্যক্ত রেস্টুরেন্টের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত কিশোরের নাম মিল্টন ইসলাম (১৭)। সে কেরানীগঞ্জের সিরাজনগর এলাকার বাসিন্দা মাজহারুল ইসলামের ছেলে। মিল্টন সিরাজনগর এলাকায় একটি জুতার কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কের পাশে থাকা ওই রেস্টুরেন্ট দীর্ঘদিন ধরে বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় ছিল। আজ দুপুরে স্থানীয়রা রেস্টুরেন্টের ভেতর টিনের আড়ায় ঝুলে থাকা মিল্টনের মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে নিশানবাড়ী এলাকার এক বাসিন্দা বলেন, লোকমুখে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে জুতার ফিতা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মিল্টনকে ঝুলতে দেখি। তবে পুরো শরীর ঝুলন্ত ছিল না, তার হাঁটু কাঠের পাটাতনের ওপর ঠেকে ছিল। এমনভাবে কারও আত্মহত্যা করা অসম্ভব মনে হচ্ছে। আমাদের ধারণা, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।