শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে একটি বহুতল আবাসিক ভবনের ভূগর্ভস্থ কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনে বসবাসরত অন্তত ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু (বাবুবাজার সেতু) সংলগ্ন জাবালে নুর টাওয়ারের ভূগর্ভস্থ গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কার্যক্রম চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ তলা বিশিষ্ট জাবালে নুর টাওয়ারটি নুরে আলম ও মো. ফারুক হোসেনের মালিকানাধীন। ভবনটিতে অগ্নিনির্বাপক কোন যন্ত্র ছিল না।
সকালে সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ঘটনাস্থল ঘিরে রেখেছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। এদিকে আগুনের খবর পেয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।

অগ্নিনির্বাপণ কার্যক্রমের নেতৃত্বে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, আজ ভোর ৫টা ৩৭ মিনিটে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পান। ৫টা ৪৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। পরবর্তীতে ১৪টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যোগ দেন।
তিনি আরও বলেন, গুদামটিতে বিপুল পরিমাণ কাপড়, ঝুট ও সুতা মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, ফায়ার সার্ভিসের কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তৎপরতা অব্যাহত থাকবে।