শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

কুড়িগ্রামের নিখোঁজ কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজ কিশোরীকে ঢাকার গাবতলি থেকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৮ ডিসেম্বর ভূরুঙ্গামারী উপজেলার বারুইটারী গ্রামের মোঃ আলতাফ হোসেনের কন্যা (১৪) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে সকলের অজান্তে বাহির হয়ে চলে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও ভিকটিম বাড়িতে না আসলে তার পিতা-মাতা বসত বাড়ির আশে পাশে সহ সম্ভাব্য সকল জায়গায় আত্নীয় স্বজনের বাড়ীতে খোঁজ-খবর নিয়ে তার মেয়ের কোন সন্ধান না পেয়ে ভিকটিমের পিতা মোঃ আলতাফ হোসেন ভূরুঙ্গামারী থানায় গত ১৮ ডিসেম্বর নিখোঁজ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরি করেন।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে ভিকটিমের সাথে যেনো কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে অনুসন্ধান ও বিভিন্ন তথ্য সংগ্রহ করে ভিকটিমকে ঢাকার গাবতলী এলাকা থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

ভিকটিম প্রাথমিক জিজ্ঞেসায় জানায়, সে তার বাবা মায়ের উপর অভিমান করে ঢাকা চলে যায়। ভিকটিমকে ভূরুঙ্গামারী থানার নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের মাধ্যমে তার পিতার জিম্মায় প্রদান করা হয় এবং অভিভাবকদের আরো সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, আমরা বিভিন্ন সময়ে কুড়িগ্রাম জেলা হতে নিখোঁজ হওয়া ভিকটিমদের বিভিন্ন জেলা থেকে সফলতার সাথে উদ্ধার করে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দেয়ে আসছি। সম্মানিত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম নিয়মিতভাবে অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com