বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মুহা. মাহফুজুর রহমান মিয়া।
সোমবার (২৮ অক্টোবর) রাতে ওসি ইউনুচ আলী কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। মাহফুজুর রহমান মিয়া সাতক্ষীরা জেলা থেকে কালীগঞ্জে বদলী হয়ে আসেন।
এর আগে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) কর্মরত ছিলেন। তিনি ঢাকা কলেজ থেকে ফিলোসফিতে অনার্স ও মাস্টার ডিগ্রি সম্পন্ন করে ১৯৯৮ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশের এ কর্মকর্তার বাড়ি টাঙ্গাইল জেলায়।
এদিকে থানার সাবেক ওসি ইউনুচ আলীকে খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার রাতে থানা পুলিশের পক্ষ থেকে ওসি ইউনুচ আলী বিদায় সংবর্ধনা প্রদান ও নতুন ওসি মাহফুজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।