শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
দীর্ঘদিন বন্ধ থাকা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থাটি পুর্নগঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে স্থানীয় এনজিও সোনার বাংলা ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিশ্বাস আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আহবায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান টুকু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক আশরাফুজ্জামান বাবলু, অধ্যাপক শশাঙ্ক কুমার সানা, ক্রীড়া সংগঠক অজিত ভট্রাচার্য্য, সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল, জামির হোসেন, নয়ন খন্দকার প্রমুখ।
আলোচনার শুরুতে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিশ্বাস আব্দুর রাজ্জাক সংগঠনটির সাবেক ও বর্তমান কর্মকা-ের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
দীর্ঘ আলোচনা শেষে সাবেক সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিশ্বাস আব্দুর রাজ্জাককে সভাপতি ও সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করার জন্য উপস্থিত সবাই মতামত প্রদান করে। উক্ত সভাপতি ও সম্পাদক দ্রুত সময়ের মধ্যে কালীগঞ্জ উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলেও সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।