বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

কালীগঞ্জে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ২

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জে ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রিন্স হোসেন (১৯) ও নয়ন হোসেন (১৮) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার বারবাজারের গোড়ার মসজিদ সংলগ্ন শিমলে পুকুরের পশ্চিম পাড়ে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতার পিতা আরিফ হোসেন বাদি হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অপর একজনসহ মোট তিন জনের নামে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ ধর্ষিতা স্কুল ছাত্রী উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠিয়েছে।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার রাতে বারবাজার বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ওই ছাত্রী হাসিলবাগ গ্রামের নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী ফুফুর বাড়ি যাওয়ার পথে উক্ত স্থানে বেলাটদৌলতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে প্রিন্স হোসেন তাকে জোরপূর্বক ধরে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার সহযোগি নয়ন হোসেন তাকে ধর্ষণে সহযোগিতা করে। মেয়েটি অজ্ঞান হয়ে গেলে পুকুর পাড়ে তাকে ফেলে রেখে ধর্ষকরা পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, ধর্ষণের অভিযোগে থানায় দুই জনের নাম উল্লেখসহ মোট ৩ জনের নামে মামলা হয়েছে। পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাাঠানো হয়েছে।

অপরদিকে, স্কুল ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com