শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কালীগঞ্জ কলেজ পাড়া পূজা মন্দিরের আয়োজনে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিবারের ন্যায় এবারও শত শত হিন্দু ধর্মাবলম্বী মানুষের উপস্থিতে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রাটি কলেজ পাড়া পূজা মন্দির থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
রথযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার), কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যাদব সরকার, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার খাঁ, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীন বন্ধু মিত্র প্রমুখ।