শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন প্রমুখ।
কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা মিজানুর রহমান জানান, উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন যুবককে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাদের সার্টিফিকেট দেয়া হবে। পাশাপাশি তারা যুব উন্নয়ন থেকে লোন পাবে। তিনি আরো জানান, ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবকদের এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এদের মধ্যে ছেলেরা এইচ এসসি ও মেয়েরা এসএসসি পাস।