শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ষ্টুডেন্টস কো-অপারেটিভ অর্গানাইজেশনের আয়োজনে এক মাদক বিরোধী র্যালী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোমবার (১৮ জুন) সকালে কোলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হয়। মাদক বিরোধী র্যালী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
এছাড়া অনুষ্ঠানে অত্র এলাকার এক সময়কার কৃতি শিক্ষার্থী শিক্ষা জীবনে এস.এসসি ও এইচ এসসিতে সারাদেশের মধ্যে মেধাস্থান অর্জনকারী পুলিশের সৎ নিষ্ঠাবান কর্মকর্তা ও বর্তমান সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বর্তমান কুষ্টিয়া জেলা সহকারী পুলিশ সুপার ও মেধাবী ছাত্র সাইফুল তিতাস, সরকারী লালন শাহ কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান, লেখক ও গভেষক ডঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী অধ্যাপক বিপ্লব দাস, ফুরকান আহম্মেদ (বিসিএস শিক্ষা), কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেন ও অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাসকে কর্মজীবনে সততার স্বাক্ষর রাখায় তাদেরকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। সে সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আশরাফুল আলম আশরাফ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদসহ কোলা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক শুকুর আলী, মালিয়াট ইউনিয়ন বিএনপি’র নেতা প্রভাষক মুসা করিম, শিক্ষক আব্দুল ওহাব জোয়ার্দ্দারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এর আগে সকালে উক্ত ছাত্র সংগঠনের সভাপতি বাবুল হোসেন ও সম্পাদক শামীম পারভেজের নেতৃত্বে কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অত্র এলকার প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে বাজারে এক মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়।