শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

কালীগঞ্জে পুকুরে ডুবে অজ্ঞাত নারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জে একটি পুকুর থেকে অজ্ঞাত এক নারীর (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ আগস্ট) দুপুরে শহরের রেলস্টেশন সংলগ্ন একটি পুকুরের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই শিহাব উদ্দীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোবারকগঞ্জ রেলস্টেশনের মসজিদের পাশের একটি পুকুরে অজ্ঞাত এক নারীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে নিহত অজ্ঞাত নারী একজন পাগল বলে পুলিশ ও এলাকাবাসী জানায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, নিহত নারী একজন পাগল। কখন কিভাবে সে পুকুরে ডুবে মারা গেছে তা কেউ বলতে পারেনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারন জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com