শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জের ব্রাদার্স এন্টার প্রাইজ টিভি শো-রুমে চুরির ঘটনায় সুজন হোসেন (২০) ও সজীব (১৫) নামের দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ৪টি এলইডি টিভি উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ জুলাই) ভোর রাতে তত্ত্বিপুর পুলিশ ক্যাম্পের আইসি এমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার ও চুরি হওয়া মালামাল উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান।
ওসি আরো জানান, গত ১৬ জুলাই দিনগত রাতে উপজেলার তত্ত্বিপুর বাজারে অবস্থিত ব্রাদার্স এন্টার প্রাইজ নামের টিভি শোরুম এর উপরের টিন কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে। সে সময় তারা ১টি ৩২ ইঞ্চি ও ৩টি ২৪ ইঞ্চি এলইডি টিভি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শো-রুমের মালিক নাজমূল হক সান্টু বাদি হয়ে ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পর রোববার ভোর রাতে ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মঙ্গলপৈতা গ্রামের মিটুল বিশ্বাসের ছেলে সুজন হোসেন ও পাঁচকাওনিয়া গ্রামের নির্মলের ছেলে সজীবকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। সে সময় তাদের বাড়ি থেকে উক্ত ৪ টি এলইডি টিভি উদ্ধার করে পুলিশ।
ওসি মিজানুর রহমান খান আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় চুরির মামলা দায়ের হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে।