শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) যাদব সরকার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, সাংবাদিক জামির হোসেন, পৌর কাউন্সিলর আশরাফুল আলম আশরাফ প্রমুখ।
সভায় ঝুকিপূর্ণ হাটচাঁদনী ভেঙ্গে নতুন হাটচাঁদনী নির্মাণ, রাস্তার পাশ থেকে বালিহাটা ও স্কুলের পাশ থেকে স’মিল অপসারণসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।