রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

উলিপুরে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স’র মৃত্যু দাবির চেক বিতরণ

উলিপুরে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স'র মৃত্যু দাবির চেক বিতরণ

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর এক পলিসি হোল্ডারের অকাল মৃত্যুতে মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উলিপুর উপজেলা অডিটরিয়ামে ১ লক্ষ ৬০ হাজার ৭১৫ টাকার চেকটি মৃত নুর আলম সরকার এর নমিনী মাতা নুরজাহান বেগমের হাতে তুলে দেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা।

এসময় গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স এর রংপুর বিভাগীয় ডিভিশনাল ম্যানেজার মোঃ আব্দুল মান্নান, ডিআরএম মোঃ আব্দুল মতিন, এরিয়া ম্যানেজার মোঃ আনিসুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সহিদুল আলম বাবুলসহ কুড়িগ্রাম এরিয়া অফিসের অন্যান্য ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উলিপুর পৌরসভার কাজির চক এলাকার কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন বাড়িতে বাস করতো রাজমিস্ত্রি নুর আলম। সে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স এ একটি পলিসি খুলে তিন মাসের ৩০৯৫ টাকার একটি কিস্তি দিয়ে মারা যায়। গার্ডিয়ানে পলিসি খোলার বিষয়টি নুর আলম তার নিজের বাবা, মা কিংবা স্ত্রীকেও জানায়নি। এরপর গার্ডিয়ান লাইফের কাস্টোমার কেয়ার থেকে ২য় কিস্তির টাকা চাইতে গিয়ে জানতে পারে গ্রাহকটি মারা গেছে। পলিসিতে নুর আলম মা নুরজাহান বেগমকে নমিনী করেছিল। তাই অফিস দ্রুততম সময়ে অসহায় নুরজাহানকে মৃত্যু দাবির চেকটি হস্তান্তর করে।

প্রায় ১ লক্ষ ৬১ হাজার টাকার চেক পেয়ে মা নুরজাহাান বেগম আবেগ আপ্লুত, অনুভূতি প্রকাশ করতে পারেননি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, গার্ডিয়ানের ইউনিট ম্যানেজার ফরিদা ইয়াসমিন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com