শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: ২০২৫ আইপিএলের মেগা নিলাম শুরু হয়েছে আজ। দুই দিনব্যাপী এই নিলামে আজ বিক্রি হবেন ৮৪ জন। নিলামের প্রথমদিকেই শ্রেয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ লক্ষ রুপিতে কিনে নেয় পাঞ্জাব কিংস। তবে শ্রেয়াসের সেই রেকর্ড ৩০ মিনিটও টেকেনি। রিশাভ পান্তকে ২৭ কোটি টাকায় কিনে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
আগের সব রেকর্ড ভেঙে গতবার আইপিলের সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়েছিলেন মিচেল স্টার্ক। তার পরের বছরই সেই খেতাব হারিয়েছেন এই অস্ট্রেলিয়ান এই পেসার। তাকে ছাড়িয়ে যান শ্রেয়াস। তার চেয়ে কম দামেই বিক্রি হতে যাচ্ছিলেন পান্ত। দিল্লি ক্যাপিটালস আরটিএম (রাইট টু ম্যাচ, আগে যেহেতু দিল্লিতে খেলেছেন পান্ত) ব্যবহার করে বিশ কোটির রুপির একটু বেশিতেই পেতে যাচ্ছিল। তবে এক লাফে পান্তের দাম ২৭ কোটি হাঁকায় লক্ষ্ণৌ।
গতবার কলকাতার অধিনায়কত্ব করা আইয়ারকে এবারও নিতে চেয়েছিল কলকাতা। তবে ৯ কোটি ৭৫ লক্ষ রুপিতেই এবার থামে ফ্র্যাঞ্চাইজিটি। শ্রেয়াসকে কিনতে পাঞ্জাবের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই হয় দিল্লি ক্যাপিটালসের।
সৌদি আরবের জেদ্দায় বসেছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। সাধারণত ৩ বছর পরপর মেগা নিলাম হয়। এবারের নিলামে নিবন্ধন করেছিলেন ১৫৭৪ ক্রিকেটার। তবে নিলামে উঠছে ৫৭৭ ক্রিকেটারের নাম। যেখানে ভারতীয় ক্রিকেটার ৩৬৭ জন আর বিদেশি ক্রিকেটার ২১০ জন। দুই দিনে নিলামে সর্বোচ্চ ২০৪ ক্রিকেটার বিক্রি হবেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ ও সর্বনিম্ন ১৮ জনের দল তৈরি করতে পারবে। ১০ দল সর্বোচ্চ ২৫০ ক্রিকেটার নিতে পারবে। ইতোমধ্যে ৪৬ ক্রিকেটারকে ধরে রেখেছে দলগুলো। প্রতিটি দল সর্বোচ্চ ১২০ কোটি ভারতীয় রুপি খরচ করতে পারবে।