সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও থেকে॥
আগামী ২৩ এপ্রিল জাতীয় পুষ্ঠি সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে পুষ্ঠি সমন্বয় কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে “পুষ্ঠি উন্নয়নের বুনিয়াদ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিভিল সার্জেন সভা কক্ষে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সিভিল সার্জেন আবু মো.খায়রুল কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রভাস কুমার দাস, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাশ, ড. সুব্রত কুমার সেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
এসময় মতবিনিময় সভায় পুষ্ঠি বিষয়ে বিভিন্ন আলোচনা করেন।